গাজীপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ যুবলীগ নেতা আটক । 235 0
গাজীপুরে ৩০ বোতল ফেনসিডিলসহ যুবলীগ নেতা আটক ।
শেখ রাজীব হাসান,গাজীপুর থেকে
গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৪ নং ওয়ার্ড যুবলীগ (সভাপতি পদপার্থী) নেতা নাজমুল হক (৩৪) কে ৩০ বোতল ফেনসিডিল সহ আটক করেছে পুলিশ। গতকাল্ ১৩ই অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত ২ঘটিকার সময় টঙ্গী পূর্ব থানা পুলিশ নাজমুল হোসেনকে আটক করে। নাজমুল নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাইদুল হকের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ টঙ্গীর গোপালপুর এলাকায় বসবাস করে আসছিল।
টঙ্গী পূর্ব থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই ওমর ফারুক জানায়, যুবলীগ পরিচয়ে নাজমুল হক দীর্ঘদিন যাবৎ টঙ্গীসহ আশপাশের এলাকায় রাজনৈতিক ছত্রছায়ায় মাদক ব্যাবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এস আই শাহা ফরিদ ও সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে টিএনটি এলাকা থেকে ফেনসিডিল বিক্রির সময় নাজমুলকে হাতেনাতে আটক করে। নাজমুল হকের কাছ থেকে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।